ঢাকা: রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাপ্তাহিক ব্লিৎস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (৩০ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান। শোয়েব চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী তবারক হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৯ নভেম্বর শোয়েব চৌধুরীকে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
ওই বছরে ইসরায়েলে অনুষ্ঠেয়ে একটি সেমিনারে অংশ নিতে বিমানবন্দর গিয়েছিলেন তিনি।
এসময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি বক্তব্যের কপি ও সিডি জব্দ করা হয়।
২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলে এই কনফারেন্স হওয়ার কথা ছিল।
পরে ২০০৪ সালের ২৪ জানুয়ারি রাজধানীর বিমানবন্দর থানায় সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রের বিপক্ষে বিরূপ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ।
এই মামলায় ২০১৪ সালের ৯ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাকে সাত বছরের কারাদণ্ড দেন।
পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ২০১৫ সালের ২০ আগস্ট তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়।
কিন্তু এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর আট সপ্তাহের জামিন স্থগিত করেন চেম্বার বিচারপতি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান জানান, সোমবার শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে ৪ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএইচপি/এমএ