ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজাপুরে নির্মাণাধীন ফিলিং স্টেশন ধসে ৪ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, নভেম্বর ৩০, ২০১৫
রাজাপুরে নির্মাণাধীন ফিলিং স্টেশন ধসে ৪ শ্রমিক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় নিশা  নামে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশন ধসে চার শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



বালুর ওপর বাঁশ দিয়ে সেন্টারিং করায় ও ভাইব্রেট মেশিনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আহতরা হলেন- রাজাপুরের মেডিকেল মোড় এলাকার নির্মাণ শ্রমিক সাইদুল ইসলাম (২৫), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার খেপুপাড়ার নুর মোহাম্মদের ছেলে রুহুল আমিন (২৫), নুরুজ্জামান খানের ছেলে আরিফুল ইসলাম (২০), নেছার উদ্দিন (২৫)।

আহত নেছার উদ্দিন ও শ্রমিক নেতা দুলাল হোসেন বাংলানিউজকে জানান, তারাসহ ৩৩ জন শ্রমিক বিকেলে ফিলিং স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে একটি পিলারসহ মূল ভবনের পাশের ছাউনির ছাদ ধসে পড়ে। এতে নিচে থাকা এক শ্রমিক চাপা পড়েন ও ছাদের ওপরে থাকা শ্রমিকরা ছিটকে মাটিতে পড়ে যান। এদের মধ্যে চার শ্রমিক সামান্য আহত হন।  

ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজ বেপারি বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিচে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করে। আহত শ্রমিকদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিশা ফিলিং স্টেশনের মালিক মীর জিয়াউদ্দিন মিজান বাংলানিউজকে জানান, বালুর ওপর বাঁশ দিয়ে সেন্টারিং করা ও ভাইব্রেট মেশিনের কম্পনের কারণে সেন্টারিংয়ের কাঠ সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।