ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামী হত্যায় মডেল স্ত্রীসহ ৫ জনের ফাঁসি বহাল

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
স্বামী হত্যায় মডেল স্ত্রীসহ ৫ জনের ফাঁসি বহাল

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় স্ত্রী মডেল সুমাইয়া কানিজ সাগরিকাসহ ৫ জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট।
 
সোমবার (৩০ নভেম্বর) বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এএনএম বশিরউল্লাহ’র ‍হাইকোর্ট বেঞ্চ এ  রায় দেন।



তবে বিচারিক আদালতে ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ থেকে একজনকে খালাস দেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ মান্নান মোহন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, ইয়াহিয়া দুলাল প্রমুখ।
 
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ০৪ নভেম্বর জাহাঙ্গীর আলমের স্ত্রী সাগরিকা ও অন্য আসামিরা জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে হত্যা করেন। নিহত জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে আসামি লিটন ও ইব্রাহীমের পরকীয়া সম্পর্ক ছিল। এ কাজে বাধা দেওয়ায় আসামিরা জাহাঙ্গীরকে হত্যা করেন। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফিরোজ আলম বাদী হয়ে শ্যামপুর থানায় হত্যা মামলা করেন।

পরে ২০১০ সালের ২১ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম এ মামলার আসামি সুমাইয়া কানিজ ওরফে সাগরিকাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আলী আশরাফ লিটন, ইব্রাহীম, মো. খলিল ওরফে হিজড়া খলিল, আল আমিন ও খলিল শেখ।
 
মৃত্যুদণ্ড নিশ্চিকরণ ও জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট আলী আশরাফ লিটনকে খালাস দিয়ে বাকিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন বলে বাংলানিউজকে জানিয়েছেন এম এ মান্নান মোহন।

তিনি আরো জানান, সাগরিকা বিটিভি'র মডেল ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।