ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় আধুনিক মেশিনে ধান কাটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, নভেম্বর ৩০, ২০১৫
ভোলায় আধুনিক মেশিনে ধান কাটা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: আধুনিক রিপার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস।

ইউএসএইড এর অর্থায়নে এবং সিমিট বাংলাদেশের বাস্তবায়নে ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চরলক্ষী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।



গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিমিট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইউলিয়াম জোসেক কলিংস, ডেপুটি প্রোগাম ম্যানেজার কেবিন রবিনস, ভোলা কৃষি অধিদপ্তরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, আফজাল হোসেন ও হিরালাল নাথ।

বক্তারা বলেন, কম খরচে ও স্বল্প সময়ে আধুনিক মেশিন দিয়ে ধান কাটা অনেক সহজ। এর মাধ্যমে দিনে আট থেকে ১০ বিঘা জমির ধান, ভুট্টা, সরিষা, গমসহ বিভিন্ন ফসল কাটা যায়। রিপার মেশিনের ব্যাপক প্রসারের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে গ্রামের কৃষকরা উৎসবমুখর পরিবেশে আধুনিক মেশিন দিয়ে আমন ধান কাটেন ও মাড়াই করেন। এ মেশিনের ব্যাপারে কৃষকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের মেশিন ব্যবহার করবেন বলেও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।