ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খোলা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খোলা হবে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা চিহ্নিত হয়ে গেছে। এখন হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে।



সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা  সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তরুণদের ফেসবুক ব্যবহারের জন্য ধৈর্য ধরতে  বলেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, এটি সাময়িক। পৃথিবীর সব  দেশেই যখন নিরাপত্তার হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দেশে এর আগে নানা ধরনের হুমকি এসেছে। যদিও এখন কিছু হচ্ছে না, তবু হুমকি-ধামকি চলছে। হুমকি-ধামকি হচ্ছে। সেজন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে।

এর আগে বাংলানিউজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। ফেসবুক বন্ধ রাখায় তারা বাধ্য হয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করছে। আর তাতে এদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহজ হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  ড. মো. মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।     

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।