ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপসারিত এপিএস সত্যজিৎ দম্পতিকে ফের তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
অপসারিত এপিএস সত্যজিৎ দম্পতিকে ফের তলব

ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের অপসারিত এপিএস সত্যজিৎ মুখার্জি ও তার স্ত্রী সুমিকা মুখার্জিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাদের তলব করা হয়েছে।


 
সোমবার (৩০ নভেম্বর) দুদকের দায়িত্বশীল সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানায়, নোটিশে আগামী ৬ ডিসেম্বর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর তাদের তলবি নোটিস দেওয়া হলেও নির্ধারিত তারিখে হাজির হননি। এ পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো তলবি নোটিশ পাঠানো হয়।

উপ-পরিচালক কেএম মিছবাহউদ্দিন বিষয়টি অনুসন্ধান করছেন।
 
দুদক সূত্র জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থাকাকালে খন্দকার মোশারফ হোসেনের এপিএস ছিলেন সত্যজিৎ মুখার্জি। ওই সময় তিনি নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হন। এ বিষয়ক সুনির্দিষ্ট অভিযোগ দুদকে এলে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

অনুসন্ধান প্রক্রিয়ায় চলতি বছরের এপ্রিলে সত্যজিৎ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। সত্যজিৎ দম্পতি আগস্টে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত বিবরণী যাচাইয়ে প্রাপ্ত তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলব করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ