ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারী জেলেদেরও কার্ড দিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, সেপ্টেম্বর ১৭, ২০২৫
নারী জেলেদেরও কার্ড দিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা: পরিবারে পুরুষের পাশাপাশি নারী জেলেদেরও জেলে কার্ড দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, সরকারি তালিকায় নারী জেলের সংখ্যা মাত্র ৪ শতাংশ, অথচ পরিবারে মাছ ধরার কাজে নারীরাও যুক্ত।

নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে, তাদেরও জেলে কার্ড পেতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, পুরনো আইনগুলো পুরুষকেন্দ্রিক। নারী জেলেরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলেদের পরিবার ব্যাংকের টাকা তুলতে পারে না, নারীরা বিধবা ভাতাও পান না-এসব সমস্যা সমাধানে নতুন মৎস্য আইনের খসড়ায় দৃষ্টি দেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেকে প্রকৃত জেলে না হয়েও জেলে কার্ড নিয়েছেন। আমরা সেসব বাতিল করেছি। এখন থেকে জেলে পরিবারের পুরুষের পাশাপাশি নারী সদস্যদেরও কার্ড দিতে হবে।

জলমহাল ইজারা প্রকৃত জেলেদের দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাল যার, জলা তার-এই নীতি মানতে হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ জানান, ১৭ লাখ নিবন্ধিত জেলের মধ্যে নারী আছেন মাত্র ৪৪ হাজার। এ সংখ্যা বাড়ানো প্রয়োজন।

সংলাপে নারীদের ন্যায্য মজুরি, স্বীকৃতি ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় তাদের ভূমিকা নিয়ে সুপারিশ উপস্থাপন করা হয়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএনআরএস পরিচালক এম. আনিসুল ইসলাম।  

ইডাব্লিউসিএসএ প্রকল্পের পরিচিতি উপস্থাপন করেন অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহজাদী বেগম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএস পরিচালক ড. এম. আমিনুল ইসলাম এবং জাগো নারী টিম লিডার রিসার্চ আহমেদ আবিদুর রেজা খান।
সংলাপ শেষে মুক্ত আলোচনায় নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সংস্থা, সিভিল সোসাইটি, শিক্ষাবিদ ও উপকূলীয় মৎস্যসম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।