ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মার ১০ দিনের অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, নভেম্বর ৩০, ২০১৫
এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মার ১০ দিনের অনুষ্ঠান

রাজশাহী: মঙ্গলবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মা ৯৯.২এফএম ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।

‘জানা থাকলে জান বাঁচে’ শিরোনামের ধারাবাহিক এ অনুষ্ঠান প্রচার হবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টায়।



রেডিও পদ্মা ৯৯.২এফএমের স্টেশন ম্যানেজার শাহানা পারভীন সোমবার (৩০ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে এই বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের তথ্য জানান।

জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) পরিবেশিত এ বিশেষ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন জি এম মুরতুজা।

উপস্থাপনায় থাকছেন রেডিও পদ্মার অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক সানজিদা সুইটি।

এতে অংশ নেবেন দেশে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধি।

এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সর্বস্তরের মানুষকে এই মরণব্যাধি প্রতিরোধ সম্পর্কে সজাগ করে তোলার লক্ষ্যেই বিশেষ অনুষ্ঠানটি প্রচারের উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।