রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেল চুরির দায়ে ছয়জনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ জরিমানা করেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে অবৈধভাবে বিভিন্ন দোকানঘর বসিয়েছে তেল চোরেরা। তারা বিভিন্ন সময় যানবাহন থেকে চুরি হওয়া তেল কিনে নিতেন।
বিকেলে সড়কের পাশের ছয়টি দোকানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়। পরে, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত মনির হোসেন কালুকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, শুক্কুর আলী, ইসহাক মিয়া ও আশিককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, সেলিম ও রুবেলকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমজেড