ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
নীলফামারীতে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী-ডোমার সড়কের বনবিভাগ এলাকায় একটি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুই জন আহত হয়।

নিহত আসমা রামগঞ্জ ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী ও সদর উপজেলার হরতকিতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী শহর অভিমুখে আসা বেপরোয়া গতির মাটিভর্তি ট্রাক্টরটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।