ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৫ রাইস মিলে ৪৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
নওগাঁয় ৫ রাইস মিলে ৪৫ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে নওগাঁর ৫টি রাইস মিলে মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নওগাঁর নিবার্হী ম্যাজিস্ট্রেট জোনায়েদ আহমেদ সোহাগ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জোনায়েদ আহমেদ সোহাগ বাংলানিউজকে জানান, সোমবার থেকে দেশে খাদ্যসহ ৬টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গৃহীত আইন বাস্তবায়ন শুরু হয়। শুরুতেই জেলায় অভিযান চালানো হলে সদর উপজেলার সুলতানপুর এলাকায় ঘোষ অটোমেটিক চালকল, সুফিয়া অটোমেটিক চালকল, ম্যাবকো অটোমেটিক চালকল, মোল্লা অটোমেটিক চালকল ও একতা চালকলে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার পাওয়া যায়।

অভিযানে একতা চালকলের ৫ হাজার ও অন্য মিলগুলোর প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।