ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে অবৈধ ভিওআইপি থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বাংলাদেশে অবৈধ ভিওআইপি থাকবে না ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে অবৈধ কোনো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) থাকবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে র‌্যাবের সহায়তায় অভিযানে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ৭৬০টি সিম কার্ড, ২টি পোর্টেবল মেশিনও জব্দ করা হয়েছে। আটক করা হয় দুইজনকে।

সাংবাদিকদের তারানা হালিম বলেন, অর্থবল বা জনবল দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা পার পাবেন না। বাড়িওয়ালারাও দায় এড়াতে পারবেন না। ব্যবস্থা নেওয়া হবেই।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমআইএস/আইএ

** মিরপুরে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।