ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ময়মনসিংহে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও ভারতের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পর্যায়ে দুই দিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলন বুধবার (০২ ডিসেম্বর) শুরু হয়েছে।

দুই দেশের সীমান্তের ১০টি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এ সম্মেলনে।

বুধবার সকালে ময়মনসিংহ শহরতলী খাগডহরের হোটেল সিলভার ক্যাসেলে শুরু হওয়া এ সম্মেলন বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) শেষ হবে।

বাংলাদেশের ৩০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং আইএএস শ্রী পিএস ডেখর ৩২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, শেরপুর, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আর ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী সাত জেলা ইস্ট খাসি হিলস (শিলং), সাউথ ওয়েস্ট খাসি হিলস (মৌখিরাত), সাউথ গারো হিলস (বাঘমারা), ওয়েস্ট গারো হিলস (তোরা), ইস্ট জৈন্তিয়া হিলস (খালীহরিয়াত), ওয়েস্ট জৈন্তিয়া হিলস (জোয়াই) ও সাউথ ওয়েস্ট গারো হিলসের (আমপাতি) জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফ-এর প্রতিনিধিরা আছেন সম্মেলনে।  

এতে সীমান্ত হাট স্থাপন, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সীমান্তের শান্তিপূর্ণ সহাবস্থান, মাদক ও চোরাচালান বন্ধ, অপরাধ, বন্দি প্রত্যাবর্তন, সীমান্ত পিলার সমস্যা, দু’ দেশের সংস্কৃতি বিনিময়, ইমিগ্রেশন পয়েন্টসহ ১০টি বিষয় নিয়ে আলোচনা করছেন দুই দেশের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।