ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৮ দোকানের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ঝালকাঠিতে ৮ দোকানের জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ঝালকাঠিতে আট দোকান মালিককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাউকাঠি, নবগ্রাম ও মানপাশা বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।



জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- মুখ্য পাট কর্মকর্তা শাহাদাত হোসেন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পাট অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় চেম্বার অব কমার্সের সহায়তায় বেশ কয়েক দিন ধরে লিফলেট বিতরণ এবং বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

৩০ নভেম্বর থেকে সারা দেশের মতো ঝালকাঠি জেলায় অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বুধবার দুপুরে সদর উপজেলার বাউকাঠি, নবগ্রাম ও মানপাশা বাজারে অভিযান চালিয়ে আটটি দোকানের সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।