ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ থেকে ৭ জেলায় সার সরবরাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
আশুগঞ্জ থেকে ৭ জেলায় সার সরবরাহ শুরু

ব্রাহ্মণবাড়িয়া: একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় পুনরায় শুরু হয়েছে।

সারের মোড়ক হিসেবে পাটের বস্তা ব্যবহারে গুণগত মান নষ্ট হওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার আশ্বাসে বুধবার (২ ডিসেম্বর) দুপুর থেকে করেছে আন্দোলনরত ডিলাররা সার সরবরাহ শুরু করে বলে জানা গেছে।



এর আগে, মঙ্গলবার (১ ডিসেম্বর) প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেটজাত করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৭৪৮ জন ডিলার সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে।
 
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতারা এ কর্মসূচি পালন করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন ভূঁইয়া বকুল বাংলানিউজকে বলেন, সার পাটের বস্তায় সরবরাহ করলে গুণগত মান নষ্ট হয়- এমন অভিযোগ জানানো হয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় গুণগত মান নষ্ট হওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার আশ্বাস দেওয়ায় সার সরবরাহ পুনরায় শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।