ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘ইউ লুপ’ তৈরিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ডিসেম্বর ২, ২০১৫
‘ইউ লুপ’ তৈরিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকার যানজট নিরসনে ‘ইউ লুপ’ তৈরির জন্য অধিগ্রহণ করা জমির ওপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে ছোট-বড় প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।



বুধবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

রাজউক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন বাংলানিউজকে জানান, যানজট নিরসনে ‘ইউ লুপ’ তৈরির জন্য মেরুল বাড্ডা ও মধ্যবাড্ডা এলাকার রাস্তার দুই পাশে কিছু জায়গা চিহ্নিত করে তা অধিগ্রহণ করা হয়েছিলো। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে এসব জায়গা খালি করে দেওয়ার জন্য অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা তা খালি করে দেননি। ফলে এই অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে হতিরঝিল প্রকল্পের পরিচালক (রাজউক) প্রকৌশলী জামাল আক্তার ও প্রকল্প বাস্তবায়নকারী সেনা বাহিনীর ১৬ ইসিবি'র পক্ষে মেজর কাজী শাকিল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসজেএ/টিআই

** মেরুল বাড্ডায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।