ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাসব্যাপী লাইন সংস্কার

সারিয়াকান্দিতে প্রতিদিন ৬ ঘণ্টা করে লোডশেডিং

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সারিয়াকান্দিতে প্রতিদিন ৬ ঘণ্টা করে লোডশেডিং

সারিয়কান্দি (বগুড়া): বগুড়ার গ্রিড উপকেন্দ্র থেকে গাবতলী উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রক্ষাণাবেক্ষণ, তার ও খুঁটি পরিবর্তনসহ বিভিন্ন সংস্কার কাজের জন্য একমাস সারিয়াকান্দিতে ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩ ডিসেম্বর’১৫ (বৃহস্পতিবার)  থেকে ৩ জানুয়ারি’১৬ পর্যন্ত সারিয়াকান্দি উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


   
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ম্যানেজার মোস্তাফিজার রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন,  বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।