ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাইয়ের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই সৈয়দ ওয়াহিদুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



সেখানে স্থানীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

দুপুরে জানাজার আগে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কার্যালয়ের সামনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ জেলার মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে তার মরদেহে শ্রদ্ধা জানান।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

জানাজার আগে জেলা শহরের ইসলামিয়া মার্কেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ ওয়াহিদুল ইসলাম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
 
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।