ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্থগিত হচ্ছে সিংগাইর পৌর নির্বাচন

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
স্থগিত হচ্ছে সিংগাইর পৌর নির্বাচন

ঢাকা: স্থগিত হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভা নির্বাচন। আদালতের নির্দেশনার কারণেই এ নির্বাচন স্থগিত করা হবে বলে জানা যায়।



নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজকে জানিয়েছেন, এ পৌরসভার সীমানা ও ভোটার তালিকা নিয়ে জটিলতা রয়েছে। যে কারণে উচ্চ আলাদত এখানকার নির্বাচনের সব কার্যক্রমের ওপর আগামী ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে আদালতের রায়ের কপি ইসিতে পৌঁছেছে। এরপর নির্বাচন কমিশনের প্যানেল আইনজীবীও ইসিকে বিষয়টি জানিয়েছেন। ফলে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) স্থগিতের বিষয়টি অনুমোদনের জন্য কমিশনের কাছে উপস্থাপন করা হবে। ইসি অনুমোদন দিলে ওই দিনই নির্বাচন স্থগিতাদের নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

মঙ্গলবারও (০১ ডিসেম্বর) প্রায় একই কারণে মংলা পৌরসভা নির্বাচন স্থগিত করে কমিশন। এর আগেও আরও দু’টি পৌরসভা নির্বাচন স্থগিত হয়েছে।

জানা যায়, আরও বেশ কয়কটি পৌরসভা নির্বাচন স্থগিত হওয়ার কথা রয়েছে।

গত ২৪ নভেম্বর সারাদেশের অন্যান্য পৌরসভার সঙ্গে সিংগাইর পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করে ইসি। সিংগাইরের নির্বাচন স্থগিত হলে ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবারই প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরে প্রার্থীদের প্রতীক দেবেন রিটার্নিং কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫/আপডেট ২১৩৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।