ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়পুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, ডিসেম্বর ৩, ২০১৫
রায়পুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে এক প্রবাসীর বাড়ি থেকে মো. রাহুল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের প্রবাসী রাজুর বসতঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃত রাহুল দক্ষিণ কেরোয়া গ্রামের আবু ছায়েদের ছেলে। তিনি  রায়পুর শহরের একটি দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানায়, রাতে প্রবাসী রাজুর বসতঘরের একটি কক্ষে ফ্যানের সঙ্গে রাহুলের ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

রাহুলের বাবা আবু ছায়েদের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।