ঢাকা: আগামীকাল ৪ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় ‘নীলসাগর গ্রুপ কর্পোরেট স্কাই ম্যারাথন’এর আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ম্যারাথনে ইতোমধ্যে প্রায় তিন’শ ম্যারাথন রানার রেজিস্ট্রেশন করেছেন।
‘এভারেস্ট একাডেমি’ ও ‘এ ফর অ্যাডভেঞ্চার’এর আয়োজনে প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে নীলসাগর গ্রুপ।
বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত আগামী ১৯ ডিসেম্বর বান্দরবানে ‘নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথনে’র অংশ হিসেবে ঢাকায় এই ম্যারাথনের আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকুরীজীবী ও দৌড়বিদরা এই ম্যারাথনে অংশ নিতে পারবেন।
কর্পোরেট ও ঢাকা মিনি স্কাই ম্যারাথন দৌড় শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) সামনে থেকে শুরু হবে।
পূর্বাচল তিন’শ ফুট সড়ক ধরে ইছাপুর সেতু (৫ কিলোমিটার) থেকে আবার আইসিসিবি’তে ফিরে আসতে হবে অংশগ্রহণকারীদের।
মিনি ম্যারাথন শুরুর এক ঘণ্টা দশ মিনিটে যারা দৌড় শেষ করবেন, তাদের সবাইকে সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া প্রথম দশজনকে মেডেল ও প্রথম তিন জনকে ট্রফি দেয়া হবে।
এই আয়োজনে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) ভেন্যু পার্টনার। এছাড়া সহ-পৃষ্ঠপোষকতায় থাকবে মিনিস্টার ইলেকট্রনিক্স, গোল্ডেনলাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ম্যাক্স গ্রুপ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এই ম্যারাথন দৌড়ে সহযোগিতা করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এফবি/আরআই