সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) রাইটস টু এমপাওয়ারমেন্ট ফর দ্যা ডিজএ্যাবল প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করে।
সকালে সাতক্ষীরা অফিসার্স ক্লাব থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক।
সেখানে আরও বক্তব্য রাখেন- ডিআরআরএ’র জেলা ম্যানেজার হানজির হোসেন, আবুল হোসেন, জিএম নুরুন্নবী হাসান, ডলি খাতুন, মতিউর রহমান ও মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়। সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে পারলে প্রতিবন্ধীদের সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি