ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি আলোচনা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ডিসেম্বর ৩, ২০১৫
বদরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে রংপুরের বদরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ২৪ তম আন্তর্জাতিক ও ১৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বদরগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় রেল স্টেশন চত্বর থেকে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ল্যাম্ব, ও জাগো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক)।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি (সুইট), মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির ও ল্যাম্ব প্রকল্প ব্যবস্থাপক শিলাস বাস্কে এবং আশির্বাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুকুল কিসকু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।