ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আদলে ‘মুজাহিদ অব বাংলাদেশ’ নামে নতুন গঠিত একটি সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে। গত দু’বছর ধরে সংগঠটি তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনটি বিভিন্ন তৎপরতা চালাচ্ছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে সংগঠনটির ৬ সদস্যকে আটক করেছে পুলিশ হেডকোয়াটার্স এলআইসি শাখা ও মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।
আটককৃতরা হলেন, জহিরুল ইসলাম ওরফে চূড়ান্ত লড়াই ওরফে জহির, খন্দকার রাজেস সুবাহান ওরফে রাজু ওরফে কাঁচা মরিচ ওরফে আদার ব্যাপারী, আবু বকর সিদ্দীক ওরফে আবির ওরফে মৌমাছি ওরফে নিয়মের অনিয়ম ওরফে এক টুকরো মেঘ ওরফে সাদা পাতা, আব্রাহাম আহম্মেদ আল তারেক, মোর্শেদুল ইসলাস ওরফে কিংমোর খান ও কাজী বাপ্পী আহম্মেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া মোল্লা আক্তার মো. মনসুর।
আটকের সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ ও ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রক্ষা, সদস্য সংগ্রহসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তাদের এ ধরনের নামের কারণ জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে এ ধরনের অদ্ভুত নাম দিয়ে আইডি খোলার পেছনের কারণ হল সবাই যেন মনে করে তারা জোকস করছে। সন্দেহের জায়গা থেকে নিজেদের বাঁচাতে তারা এটা করে থাকে।
গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঢাকায় একজন হুজুরের হত্যার পরিকল্পনা করছিলেন আটক সদস্যরা। জহিরুল ইসলাম এ সংগঠনের শীর্ষ নেতাদের একজন। তিনি স্বীকার করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এলাকায় তারা বিভিন্ন সময় জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে বলে জানিয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জেহাদের অংশ হিসেবে পীর খাদেম হত্যা করা এই জঙ্গি সংগঠনের মূল টার্গেট। কারণ তারা মনে করেন এরা (পীর খাদেম) সবার সাথে প্রতারণা করছেন।
বর্তমানে জেএমবি ও হিজবুত তাহরীর সবচেয়ে সক্রিয় সংগঠন উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, গ্লোবালাইজেশনের যুগে এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সারাবিশ্বের প্রেক্ষাপটে বর্তমান সময় জিহাদ করার উপযুক্ত সময় বলে মনে করছেন অনেকে। ইন্টারনেটে পাওয়া বিভিন্ন বিষয় দেখে তারা এ ধরনের কার্যক্রমে অনুপ্রাণিত হচ্ছেন।
** রাজধানীতে নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেডএফ/ওএইচ/এমজেএফ