ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিইউ‌জে'র একাংশের বিক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ডিসেম্বর ৩, ২০১৫
ডিইউ‌জে'র একাংশের বিক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠ‌নিক সম্পাদক শ‌হিদুল ইসলা‌মের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার ও নবম ও‌য়েজ বোর্ড গঠ‌নের দা‌বি‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়ন ডি‌ইউ‌জে’র একাংশ।

বৃহস্প‌তিবার (০৩ ডি‌সেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে সংগঠ‌নটির নেতারা এই সমা‌বেশ ক‌রেন।


সমা‌বেশে নেতারা বিএফইউজের সাংগঠ‌নিক সম্পাদক শ‌হিদুল ইসলা‌মের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচারসহ নবম ও‌য়েজ বোর্ড গঠ‌নের দা‌বি জানান।

সেই সঙ্গে বর্তমানে বাংলা‌দে‌শে গণমাধ্য‌মের স্বাধীনতা নেই দা‌বি ক‌রে অ‌বিল‌ম্বে বন্ধ সব মি‌ডিয়া খু‌লে দেয়ার এবং মাহমুদুর রহমান ও শওকত মাহমু‌দের মু‌ক্তির দা‌বি জানান তারা।

‌ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি এম আব্দুল্লাহ’র সভাপ‌তি‌ত্বে এই সমা‌বেশে বক্তব্য রা‌খেন পেশাজী‌বি প‌রিষ‌দের ভারপ্রাপ্ত সভাপ‌তি রুহুল আ‌মিন গাজী, ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের মহাস‌চিব এম এ আ‌জিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউ‌জে সাংগঠ‌নিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডি‌সেম্বর ০৩, ২০২৫
এমআই‌কে/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।