ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছিটেফোঁটা বৃষ্টি, কমবে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ছিটেফোঁটা বৃষ্টি, কমবে তাপমাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীতের আগমনী বার্তা নিয়ে দেশের বিভিন্ন স্থানে গত দুদিনে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর সামান্য  এই বৃষ্টিতেই কমছে তাপমাত্রা।



বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে মেঘ আর কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। দুপুর সোয়া ২টার দিকে রাজধানীতে ছিটেফোঁটা বৃষ্টিও হয়।
 
আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজশাহীতে ১ মিলি বৃষ্টিপাত হয়। যশোর, কক্সবাজার, কৃতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টির খবর জানায় আবহাওয়া অফিস। আগের দিন কক্সবাজার, পটুয়াখালীতেও সামান্য বৃষ্টি হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সানাউল হক বাংলানিউজকে বলেন, আরও দু’একদিন দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হবে।
 
বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমতে থাকবে বলে জানান আবহাওয়াবিদ সানাউল হক।  
 
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি, চট্টগ্রামে ২১.৮ ডিগ্রি, সিলেটে ১৮.৩ ডিগ্রি, রাজশাহীতে ১৮ ডিগ্রি, রংপুরে ১৯ ডিগ্রি, খুলনায় ২৩.৪ ডিগ্রি, বরিশালে ২১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/এমজেএফ
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।