ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ফাটাফাটি ফ্রাইডে’ আনলো রবি ও দারাজ ডটকম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
‘ফাটাফাটি ফ্রাইডে’ আনলো রবি ও দারাজ ডটকম

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি ও ই-কমার্স সাইট দারাজ ডটকম ডটবিডি আয়োজন করছে বছরের সবচেয়ে বড় সেলস ইভেন্ট ‘ফাটাফাটি ফ্রাইডে’।   শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে এই ইভেন্ট শুরু হবে।


 
এই আয়োজনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
 
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য জনপ্রিয় ব্ল্যাক ফ্রাইডে’র ধারণাকে এদেশে বাস্তবে রূপ দিতে ফাটাফাটি ফ্রাইডের আয়োজন করা হয়েছে।
 
ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষ্যে রবি প্রতিটি মোবাইল ফোনের সাথে আকর্ষণীয় বান্ডেল অফার প্রদান করবে। রবি’র প্রতিটি ওয়াক-ইন-সেন্টারে দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা গ্রাহকদের অর্ডার গ্রহণ করবেন।
 
ফাটাফাটি ফ্রাইডে উপলক্ষ্যে স্মার্ট ফোনে ৫০ শতাংশ, কম্পিউটিংয়ে ৪০ শতাংশ, হোম অ্যালায়েন্সে ৩৫ শতাংশ ও ফ্যাশন আইটেমে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে।
 
দেশের সবচেয়ে বড় সেলস ইভেন্ট সম্পর্কে রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ডিজিটাল এজেন্ডা বাস্তবায়নে রবি মুখ্য ভূমিকা পালন করছে। এ পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক স্যোশাল বেকারস রবি’কে বিশ্বের শীর্ষ স্যোশালি ডিভোটেড ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে। গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল সেবা প্রদানে রবি কতটা এগিয়েছে এ স্বীকৃতি তারই প্রতিফলন।
 
তিনি বলেন, শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসাবে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় অনলাইন সেলস ইভেন্টে অংশ নেয়ার জন্য দারাজ বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এ দিনটি অনলাইন গ্রাহকদের জন্য একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।
 
দারাজ ডটকম ডটবিডি’র এমডি ও কো-ফাউন্ডার সুমিত সিং বলেন, আমরা ক্রেতাদের আস্থা অর্জন করে, তাদের প্রত্যাশা অনুযায়ী সেরা দামে সেরা পণ্য সকলের কাছে পৌঁছে দিতে চাই। ফাটাফাটি ফ্রাইডে শুধু একটি সেলস ইভেন্ট নয়, এটি আমাদের নির্ভরযোগ্যতা ও ধন্যবাদ প্রকাশের উপায় যা আমাদের ক্রেতাদের জন্য কেউ কখনো করেনি।
 
অনলাইনে ঝামেলামুক্ত শপিং করতে দারাজ ডটকম ডটবিডি এই মুহূর্তে ক্যাশ অন ডেলিভারি ছাড়াও অনলাইন ও মোবাইল পেমেন্টের জন্য ইজিপেওয়ে ও বিকাশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।