ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় হরিণ ধরা ফাঁদসহ ২ শিকারি আটক

উপজেলা করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পাথরঘাটায় হরিণ ধরা ফাঁদসহ ২ শিকারি আটক ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার মুন্সির ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার প্রায় ১০ হাজার ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আ. ছালামের ছেলে মো. লিটন  মিয়া ও একই গ্রামের আলতাফ আকনের ছেলে আ. মজিদ আকন।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস.এ রউফ বাংলানিউজকে বলেন, সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার জন্য একটি ট্রলারসহ শিকারিরা সঙ্গবদ্ধ হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিরহাট ব্রিজের নিচ থেকে নামবিহীন একটি ট্রলারসহ দুই শিকারিকে আটক করা হয়। পরে ওই ট্রলার থেকে ১১ বান্ডিলে প্রায় ১০ হাজার হরিণ ধরা ফাঁদ জব্দ করা হয়।

জব্দকৃত ফাঁদ ও আটক দুইজনকে পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর এবং বণ্যপ্রাণী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।