ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ কেজি সমপরিমাণ ৩২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ১৯ কোটি।
এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে আসা এ বিপুল পরিমাণ স্বর্ণ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উদ্ধার করা হয়। ফ্লাইটটি দুবাই থেকে ঢাকায় আসে।
প্রথমে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার বিষয়টি বাংলানিউজকে জানান।
পরে রাতে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে এমিরেটসের উড়োজাহাজটিতে তল্লাশি চালায় প্রিভেন্টিভ টিম। এসময় উড়োজাহাজের সিট ও টয়লেটের ভেতর থেকে কালো টেপে মোড়ানো ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে ১০ তলা ওজনের ৩২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি বলেন, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি চালায় ৠাবের ডগ স্কোয়াড। কিন্তু ডগ স্কোয়াড একটি জায়গায় গিয়ে ঘুরপাক খাচ্ছিল। পরে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম গিয়ে সেখানে তল্লাশি চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাস্টম হাউসের কমিশনার জানান, চলতি বছর প্রায় এক হাজার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বিমানবন্দরে।
এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান লুৎফর রহমান।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/আপডেট ১৯২৩ ঘণ্টা/ ১৯২৯ ঘণ্টা/আপডেট ১৯৪২ ঘণ্টা/২১৪০ ঘণ্টা
এসজেএ/এইচএ