ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিডিমের প্লট বুকিং দিলে মালয়েশিয়ার টিকিট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রিডিমের প্লট বুকিং দিলে মালয়েশিয়ার টিকিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রিডিম পূর্বাচল সিটির পূর্বাচল ও উত্তরখানে প্লট বুকিং দিলেই পাওয়া যাচ্ছে ঢাকা-মালয়েশিয়ার প্লেনের টিকিট! এছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকার টিকিটও পাওয়া যাচ্ছে প্লট বুকিংয়ে। সঙ্গে ল্যাপটপ, এলইডি টিভি, রেফ্রিজারেটরসহ থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রিডিমের স্টলে সিনিয়র এক্সিকিউটিভ জাহিদুর রহমান এ তথ্য জানান।
 
তিন দিনব্যাপী (৩-৫ ডিসেম্বর) আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো উপললেক্ষ বিশাল এ অফার চলছে।
 
জাহিদ জানান, রিডিম পূর্বাচল সিটিতে প্লট বুকিংয়ে কাঠা প্রতি এককালীন মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা ও উত্তরখান মডেল টাউনে এককালীন ৭ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। সাথে আছে ছাড় ও গিফট। থাকছে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কিস্তি সুবিধা।

তিনি বলেন, পূর্বাচল সিটিতে ৩, ৫ ও সাড়ে ৭ কাঠার প্লট এবং উত্তরখানে ৩, ৫, সাড়ে ৭ ও ১০ কাঠার প্লট রয়েছে।
 
পূর্বাচল সিটি সম্পর্কে জাহিদ বলেন, এ সিটির আকার সাড়ে ৫শ’ একর। জানুয়ারি থেকে মাটি ভরাটের কাজ শুরু হবে। ২০১৬ সালের মধ্যে ১শ’ প্লট হস্তান্তর করা হবে। ২০১৯ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হবে। ইতোমধ্যে ৪৫ শতাংশ জমি কেনা হয়ে গেছে।

উত্তরখান মডেল টাউন সম্পর্কে তিনি বলেন, প্রকল্পটি ২০১২ সালে শুরু হয়েছে। সাড়ে ৪শ’ একর নিয়ে এ প্রকল্প। ২০১৯ সালের মধ্যে সব প্লট হস্তান্তর করা হবে। দুটি প্রকল্পে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
 
প্যাকেজ সম্পর্কে জাহিদ বলেন, প্রদর্শনীতে বুকিং দিলেই ফ্যামেলি প্যাকেজ হিসেবে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া এককালীন মূল্য পরিশোধ করলে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা এয়ার টিকিট ও থাকা ফ্রি (৪দিন ৩ রাত)।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরইউ/একে/এমজেএফ

** নজর কেড়েছে এমওএইচ স্টিলের ভূমিকম্প সহনশীল রড
** ইউরো লিফটে দ্বিগুণ ছাড়
** শক্তিশালী বসুন্ধরা সিমেন্টের তথ্য মিলছে প্রদর্শনীতে
** বসুন্ধরায় রূপায়ন হাউজিংয়ে সর্বোচ্চ ছাড়
** পূর্বাচলে হবে ১৩০ তলার আইকন টাওয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।