ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বালিয়াডাঙ্গীতে ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে কারাদণ্ড

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ডিগ্রি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে জসিম উদ্দিন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও কর‍া হয়।



এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

জসিম ঠাকুরগাঁও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ওউ উপজেলার কাসুয়া বিহারীপাড়ায়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত জসিমকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।