লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগতি মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চরঘেরা জাল ও চারটি বেহেন্দী অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত মেঘনা নদীর রামগতি ঘাট, আলেকজান্ডার ঘাট, রঘুনাথপুর, গাবতলী, সেবাগ্রাম, সেন্টারখালসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড।
রামগতি কোস্টগার্ড ক. কমান্ডার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, জব্দ করা জাল মেঘানাপাড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি।