ঢাকা: কার আগে কোন রোগীর এক্স-রে করানো হবে- এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন দুইজন।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতের এই ঘটনায় মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঢামেক সূত্র জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত শাকিব নামে এক রোগী আসেন। জরুরি বিভাগ থেকে তাকে এক্স-রে রুমে পাঠানো হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে তারিন নামে এক যুবক শাকিবকে দেখতে আসেন।
এর পরপরই ঢাকা কলেজের ছাত্ররা আরেক রোগী নিয়ে আসেন জরুরি বিভাগে। তাকেও এক্স-রে রুমে পাঠানো হয়। এসময় কার এক্স-রে করা হবে- তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্র বলে পরিচয় দেওয়া দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
তাৎক্ষণিকভাবে ঢামেক ক্যাম্প পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জরুরি বিভাগের গেটে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। রাত ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কয়েক দফা মারামারির ঘটনায় দুই জন আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, রোগীর সিরিয়াল দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও লালবাগের এক লোকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে ওই লোক ঢাবি ছাত্রকে মারধর করেন। পরে ঢাবি ছাত্রকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়।
আহত তারিন চারুকলার ছাত্র বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জানান, দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা ছাত্র, না অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এজেডএস/ এসএ /এমআইএইচ/এসআই