রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্র উজ্জ্বলকে (১৫) নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ০৪ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়।
উজ্জ্বল উপজেলার মাহনাটেকপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। সে স্থানীয় মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আটক বাদল রবি দাস কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার করসাকরিয়া নতুনবাজার এলাকার গনেশ রবি দাসের ছেলে।
এর আগে, ২ ডিসেম্বর (বুধবার) দুপুরে উজ্জ্বলকে অপহরণ করে রবিসহ কয়েক যুবক। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকা থেকে মুহিন, সাগরসহ একদল অপহরণকারী উজ্জলকে অপহরণ করে নিয়ে যায়।
পরে ওই রাতেই উজ্জ্বলের মা ওম্মে হানির ব্যবহৃত মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেওয়া হলে উজ্জ্বলকে হত্যার হুমকিও দেয় তারা।
অপহরণের বিষয়টি উজ্জ্বলের বাবা নুরু মিয়া থানা পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশ গত দু’দিন চেষ্টা চালিয়ে শুক্রবার সকালে নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত উজ্জলকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদল রবি দাসকে আটক করে পুলিশ।
অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএ