ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় ভুয়া ডিবি পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, ডিসেম্বর ৪, ২০১৫
মাগুরায় ভুয়া ডিবি পুলিশ আটক

মাগুরা: মাগুরায় গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিকালে তুহিন বিশ্বাস (২৮) নামে এক যুবককে  আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে আল মনসুর আবাসিক হোটেলে গিয়ে চাঁদাবাজিকালে তাকে আটক করা হয়।



আটক তুহিন শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের ইনতাজ আলি বিশ্বাসের ছেলে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন  কুমার রায় বাংলানিউজকে জানান, তুহিন সকালে আল মনসুর হোটেলে গিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তিনি ওই হোটেলে অবস্থানরতদের নানাভাবে নাজেহাল ও অর্থ আদায়ের চেষ্টা করেন। খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।