ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটি দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
মাটি দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মাটি দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল সয়েল পার্টনারশিপ বাংলাদেশ চ্যাপ্টারের অ্যাসেড, প্রান্তজন ট্রাস্ট, ডোক্যাব, রুপসা, শিল্ড, ডিডিসি, ক্যাম্পফিস্ট শুক্রবার(০৪ ডিসেম্বর)সকাল ১০টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বের করে।



র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এন ভি এস এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশে অতিথির বক্তব্য রাখেন- আইসিডিএ এর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, মানবাধিকার কর্মী ডা. সৈয়দ হাবিবুর রহমান, অ্যাসেড’র নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন খান, প্রান্তজন নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, র‌্যাক এর নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, ডিইউএস এর নির্বাহী পরিচালক শেখ শিউলি বেগম, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্বতী, সিডিপি’র বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ জিয়াউল হাসান, পিডিএস এর নির্বাহী পরিচালক মো. কাওসার হোসেন, বিএফডিএস এর নির্বাহী পরিচালক মো. শাহজালাল, গ্রাউস এর নির্বাহী পরিচালক আ. মান্নান কিরন প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।