ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, ডিসেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ আটক আলী আকবর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।



শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলী আকবর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুনিয়াউট এলাকার নিজ বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ আলী আকবরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।