ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৮ জনকে হুমকিদাতাদের গ্রেফতারে আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৮ জনকে হুমকিদাতাদের গ্রেফতারে আল্টিমেটাম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দাতাদের অবিলম্বে গ্রেফতারে আল্টিমটোম দেওয়া হয়েছে।

ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ নামে একটি অনলাইন সংগঠন শুক্রবার (০৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ আল্টিমেটাম দেয়।

আগামী ১৪ ডিসেম্বরের আগে হুমকিদাতাদের চিহ্নিত এবং গ্রেফতার করা না হলে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজপথে অবস্থান নিয়ে তাদের বিচার দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনীর মুখপাত্র ও গণজাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যেক্তা মনোয়ার আলী রুশো। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, তৈয়বুর রহমান, আবু জাফর, সৌমেন মুখার্জি, তৌহিদুল ইসলাম ও রাসেল আলী প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, শান্তিপ্রিয় রাজশাহীর বিশিষ্ট ৮ জন যারা সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, একটি চক্র উড়োচিঠি দিয়ে এই বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়েছে।

‘বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। একাত্তরের পরাজিত শক্তি রাজাকার, আল-বদর আল-সামসের সৃষ্ট আনসার আল ইসলাম এ হুমকি দিয়েছে। অথচ ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শনাক্তে ব্যর্থ হয়েছে’। তাই সংবাদ সম্মেলন থেকে বুদ্ধিজীবী হত্যা দিবসের আগেই হুমকিদাতাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আনসার আল ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত ও স্থানীয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠায়। এ ঘটনায় থানায় আলাদাভাবে সাধারণ ডায়েরি হলেও পুলিশ এ বিষয়ে জড়িত কাউকে খুঁজে বের করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ