ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ডিসেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়ের মাসে ‘বিজয় মেলা’ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসরের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুত্রবার (৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে চারটি বিভাগে মোট ১৩৫জন প্রতিযোগী অংশ নেয়।

এছাড়াও রবীন্দ্র-নজরুল সঙ্গীত, ছড়াগান, দেশাত্মবোধক গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, সুপ্রীম কোর্টের আইনজীবী তারিক হোসেন জুয়েল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত।

জেলা খেলাঘর আসরের সাহিত্য সম্পাদক জুয়েলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার ও যুগ্ম সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য।

আয়োজকরা জানান, এবারের চিত্রাংকনের বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধের বিজয় মুহূর্ত’ ও ‘বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ’। বিজয় মেলার দ্বিতীয় দিনে (০৫ ডিসেম্বর) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সনদপত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।