মেহেরপুর: মেয়ে সোনিয়াকে(১৩) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে বাবা খলিলুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিয়েটিও বন্ধ করা হয়।
শুক্রবার(০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এ জরিমানা করেন।
সোনিয়া খাতুন গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল আমিন বাংলানিউজকে জানান, স্কুলছাত্রী সোনিয়ার সঙ্গে সদর উপজেলার সিংহটি গ্রামের আব্দুর রশিদের ছেলে ফিরোজ হোসেনের বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে কনের বাবাকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও মেয়েকে বাল্যবিয়ে দেবে না এ শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
পিসি/