রাজশাহী: বরের বয়স সতের, কনের পনের। সব আয়োজন শেষ।
শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার সরঞ্জাই ইউনিয়নের কাজীপাড়া গ্রামে।
বাল্যবিয়ের দায় স্বীকার করায় বর ইমন আলীকে বিয়ের আসরেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীরুজ্জামান ভুঁইয়া জানান উপজেলার সরঞ্জাই কাজীপাড়া গ্রামের মুন্তাজ আলীর মেয়ে সোনিয়ার সঙ্গে গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে ইমন আলীর বিয়ে ঠিক হয়। বিয়ের সব প্রস্তুতি শেষ হলে দুপুরে স্থানীরা থানায় খবর দেন।
পরে পুলিশ গিয়ে তাকে ঘটনাটি জানায়। এ সময় তিনি সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উভয়পক্ষ দোষ স্বীকার করায় বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাল্যবিয়ের দায়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বর ইমন আলীকে সাজা দেন। পরে আদালতের নির্দেশে বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএস/ওএইচ/জেডএস