ঢাকা: রাজধানীর চানখারপুল ও আসাদগেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রিকশাচালক মো. সেলিম (৩০) ও মো. খোরশেদ আলম (৩০)। তাদের দুইজনের রিকশাই খোয়া গেছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১’র পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিকশাচালক মো. সেলিমকে চানখারপুলের একটি সড়কে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পথচারী রফিক ইসলাম ও আলম উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
সেলিম এখন ঢামেক নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি আছেন বলে জানান তিনি।
অপরদিকে, রিকশাচালক মো. খোরশেদ আলমকে আসাদগেট থেকে আরেক রিকশাচালক উদ্ধার করে ইব্রাহিমপুর কচুক্ষেত হাবিবুল্লা রোডে আকাশ মিয়ার গ্যারেজে নিয়ে যান। সেখানে তার সহকর্মীরা সারাদিন প্রাথমিক চিকিৎসা দিলেও খোরশেদ সুস্থ না হওয়ায় তাকে ঢামেকে নেওয়া হয়।
এখন তিনি ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এজেডএস/ওএইচ/আইএ