ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



এর আগে বৃহস্পতিবার( ০৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সাতগাড়ী মোড় এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় তিনি অভিযোগ করেন, শান্ত চুয়াডাঙ্গাকে অশান্ত করতে কাজ করছে পুলিশ প্রশাসন। চুয়াডাঙ্গাতে যারা পেশাদার সন্ত্রাসী পুলিশ তাদের গ্রেফতার করছে না। অথচ আমার ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জো. টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস প্রমুখ।
       
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং-৬।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ