ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, ডিসেম্বর ৪, ২০১৫
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু নাজমুর রফিক লনি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজমুর রফিক লনির (২১) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন লনির মৃত্যু হয়।



মৃত লনির সহপাঠীরা জানান, তার গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলের আবাসিক ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ‍

সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১০টার দিকে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
ওএইচ/এমএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।