ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মৌচাকে সহকর্মীদের হামলায় আহত হোটেল কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, ডিসেম্বর ৫, ২০১৫
মৌচাকে সহকর্মীদের হামলায় আহত হোটেল কর্মচারীর মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মৌচাকে মা রাধুনী হোটেলে দুই কর্মচারীর হামলায় আহত আরেক কমর্চারী রনির (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।


 
হোটেলর মালিকের ছেলে বাবু জানান, বুধবার মধ্যরাতে হাসান ও অপর এক কর্মচারীর হামলায় রনি (২৫) জ্ঞান হারায়। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় হামলাকারী দুই কর্মচারীকে রমনা থানা পুলিশ আটক করেছে বলেও জানান বাবু।
 
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ৫,২০১৫
এজেডএস/ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।