ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

মানিকগঞ্জ: সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় কমপক্ষ ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।



শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যার আগে থেকে বাজারে বিদ্যুৎ ছিলো না। রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ আসার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাজারের তিনটি (কুড়া-ভূষি, মুদি ও টেইলার্সের) দোকান ভস্মীভূত হয়।

এ ঘটনায় আনুমানিক ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ বাবুল হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই মানিকগঞ্জ থেকে দু’টি ও ঢাকার ধামরাই থেকে একটি ইউনিট
ঘটনাস্থলে ছুটে যায়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ