ঢাকা: ২৪তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী (৩ থেকে ১০ ডিসেম্বর) প্রতিবন্ধিতা উত্তরণ মেলা-২০১৫ এর দ্বিতীয় দিন শুক্রবার (৪ ডিসেম্বর) দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল।
রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত মেলায় এদিন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
বিপিকেএস প্রতিনিধি নব কামার ঘোষ জানান, প্রতিবন্ধীদের মুক্ত চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিপিকেএস তাদের সহায়ক উপকরণ যেমন ট্রাইসাকেল, হুইলচেয়ার ক্র্যাচ ও সাদাছড়ি উৎপাদন করে থাকে। মেলায় ৩৯টি সংগঠন প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত এ দ্রব্যসামগ্রীর প্রদর্শন করছে।
তিনি আরও জানান, এসব সহায়ক উপকরণ দেশি কাঁচামাল দ্বারা উৎপাদন করা হয়, যা খুবই টেকসই ও প্রতিবন্ধীদের উপযোগী। মেলায় সুফল মূল্য বিপিকেএস সহায়ক বিক্রিয় জন্য বুকিং নিওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম