ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধিতা উত্তরণ মেলায় দর্শনার্থীদের ভিড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
প্রতিবন্ধিতা উত্তরণ মেলায় দর্শনার্থীদের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৪তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী (৩ থেকে ১০ ডিসেম্বর) প্রতিবন্ধিতা উত্তরণ মেলা-২০১৫ এর দ্বিতীয় দিন শুক্রবার (৪ ডিসেম্বর) দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল।


রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত মেলায় এদিন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) ১২নং স্টলে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে জন্য সহায়ক উপকরণ প্রর্দশিত হয়।

বিপিকেএস প্রতিনিধি নব কামার ঘোষ জানান, প্রতিবন্ধীদের মুক্ত চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিপিকেএস তাদের সহায়ক উপকরণ যেমন ট্রাইসাকেল, হুইলচেয়ার ক্র্যাচ ও সাদাছড়ি উৎপাদন করে থাকে। মেলায় ৩৯টি সংগঠন প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত এ দ্রব্যসামগ্রীর প্রদর্শন করছে।

তিনি আরও জানান, এসব সহায়ক উপকরণ দেশি কাঁচামাল দ্বারা উৎপাদন করা হয়, যা খুবই টেকসই ও প্রতিবন্ধীদের উপযোগী। মেলায় সুফল মূল্য বিপিকেএস সহায়ক বিক্রিয় জন্য বুকিং নিওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ