ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভবন নির্মাণের নানা উপকরণের প্রদর্শনী বসুন্ধরায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ভবন নির্মাণের নানা উপকরণের প্রদর্শনী বসুন্ধরায় ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: ঘর-বাড়ি অথবা ভবন গড়ে তোলা ও মনের মতো সাজানোর জন্য প্রয়োজনীয় কত কিছুই না দরকার। লাইট, বিদ্যুৎ সংযোগ, বিদুতের বিকল্প সোলার, জেনারেটর, সিকিউরিটি, মোজাইক, টাইলসসহ আরও নানা উপকরণ প্রথমেই দরকার পড়ে।

এরপর গৃহস্থালি উপকরণ তো পৃথকভাবে আছেই।

ঘর-বাড়ি, ভবন সাজানোর নানা উপকরণ সম্পর্কে প্রথমে দরকার জানা-শোনা বা বিস্তারিত তথ্য। যাতে খুব সহজেই সময় মতো কেনা যায়। আর এই জানা-শোনা এবং এসব বিষয়ে নানা তথ্য সংগ্রহ করাও কঠিন অনেক সময়। এছাড়া এসব উপকরণের ব্যবসাও যদি কেউ করতে চায় তাহলেও  দরকার পণ্য সম্পর্কে নানা জ্ঞান।

তবে চিন্তার কিছু নেই রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চলা আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীতে মিলবে এ বিষয়ে নানা রকম তথ্য।

গত বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হবে। এদিন প্রদর্শনীর শেষ দিনে সকাল থেকেই দর্শনার্থীদের বেশ সমাগম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

‘সেমস গ্লোবাল’ আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন উদ্যোক্তা। এতে পাওয়ার জেনারেশন ও ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতের সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে। ঘুরে দেখে কেনার জন্য এ এক বড় সুযোগ।

আয়োজকরা জানান, উৎপাদন, আউটসোর্স, উপ-ঠিকাদারি, নকশা ও উন্নয়ন, সরাসরি বিপণনের জন্য ব্যবসায়িক অংশীদার এবং পারস্পরিক সমঝোতার একটি উন্মুক্ত ক্ষেত্র এ প্রদর্শনী।

এ প্রদর্শনী দেখার পাশাপাশি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষণ করবেন। আর দেশের তরুণ উদ্যেক্তারা জানতে পারবেন বিভিন্ন তথ্য।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
একে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ