ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, ডিসেম্বর ৫, ২০১৫
রাজধানীতে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রূপনগরে ট্রাকের ধাক্কায় এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। তার নাম জসিম উদ্দিন (২৭)।



শনিবার (০৫ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তার বাবার নাম শামসুল হক, বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে রূপনগর থানাধীন বেড়িবাঁধের সোনার বাংলা স্টলের সামনে এক ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।

পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, রাজধানীর গেন্ডারিয়ার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়। তার নাম-পরিচয় জানতে পারা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।