ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ২ কোটি টাকার মূর্তি ও চন্দনকাঠ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, ডিসেম্বর ৫, ২০১৫
বেনাপোলে ২ কোটি টাকার মূর্তি ও চন্দনকাঠ জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার রাধা-কৃষ্ণ মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল বাজার ও চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

তবে, বিজিবি এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’টি ভ্যানে করে  অবৈধভাবে পণ্য আনা হচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ভ্যান দু’টিতে তল্লাশি চালায়। এসময় পিতলের তৈরি ৬০টি কৃষ্ণ ও রাধা মূর্তি, ৭০টি কাস্টিং মূর্তি, পাঁচ কেজি ওজনের চন্দন কাঠ, ৮০ কেজি মুলতানি মাটি, ২০টি কাসার পাত্র ও বিপুল সংখ্যক প্রসাধন সামগ্রী পাওয়া যায়।

অপরদিকে, শুক্রবার গভীররাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে দেড়শ’ কেজি ওজনের লাল চন্দন কাঠ আটক করে। এসময় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

দু’টি অভিযানে জব্দ করা মূর্তি ও পণ্যগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান, আটক পণ্য কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।